যখন ঘনায় রাতি এই পাথুরে শহরে
যখন ছড়ায় দীর্ঘশ্বাস আকাশ অধরে
ঠিক তখনি, সস্তার মেকাপেতে মুখ ঢেকে
লাজ লজ্জার সংস্কারকে পিছে রেখে
এই সাধারন মেয়েটাই শহরে বিলোতে প্রেম
রাস্তায় এসে দাড়ায়
প্রেমহীন শহরের কদর্য লোকগুলো তার কাছে
প্রেম চেয়ে দু'হাত বাড়ায়।।
ঠিক তখনি,
ঠিক তখনি, মন্দির, মসজিদ, গীর্জায়
শুরু হয় পূজো, আরাধনা
বিশ্বপ্রেমের পাঠে শিক্ষিত হয় লোক
আঁকে প্রেমের আল্পনা
সব পাপ দিয়ে আসে মানুষ দেবস্হানে
দেবতারা হাসে তুলে মাথা
মাঝ রাত্তির হলে ফিরে যায় সেই মেয়ে
ঘরে নিয়ে রোজগার বারো টাকা।।
সারা গায়ে কালশিটে, ক্ষিদের মাসুল
জীবন তরণীবায়ে, খুব প্রতিকুল
মুখ চেয়ে সম্প্রতি হাড়ি চড়ে না
বেজন্মা গালাগালি পেট ভরে না।।
ভাল লাগছে না, পরে বেঁচে রইলে দিয়ে যাবো। ভালো রাখার দোয়া করুন তার কাছে, একমাএ যিনি ভাল রাখার মালিক।
বিষয়: ভাললাগার যত গান (নচিকেতা)

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




