একটা পয়েন্ট এন্ড শুট ক্যামেরা আছে আমার, এটা দিয়েই মাঝে মধ্যে চলে আমার এ্যামেচার ফটোগ্রাফি। যখন কোথাও বেড়াতে যাই সাথেই থাকে। একদিনের জন্য গিয়েছিলাম গোপালগঞ্জের মোকসেদপুর উপজেলায়, উদ্দেশ্য ছিল ছেলেটাকে এই শহুরে জীবন থেকে একটু দুরে নিয়ে প্রকৃতি হাতে ছেড়ে দেয়া। হাতের সামনে যেটাকে ভাল লেগেছে সেটাকেই শ্যুট করেছি। তারই কিছু দিলাম আপনাদের জন্য।
পলাশ রঙে রাঙ্গা

আগুন লেগেছে বনে

আবারো পলাশের রঙ

কাউলফা (স্থানীয় নাম) গাছেও লেগেছে বসন্তের বাতাস

জাম্বুরা ফুলে মৌমাছির বিচরণ

শিমুল ফুল, ভালো ব্যাকগ্রাউন্ড খুঁজতে খুঁজতে ঘন্টা পার

অদ্ভুত ডিজাইনের ফড়িং, নাম জানা নেই তবে টাইগার ফড়িং হলে একদম যথোপোযুক্ত হতো

শেষ সীজনের বরই

নতুনের আগমন

ভোরের প্রথম আলো

পাকোয়ান (স্থানীয় নাম) ফুল, কি অসাধারণ প্রকৃতির রং

নাম না জানা ফল, দেখেই ভয় পাইছি

পলাশ ফুলে কাঠবেড়ালীর হানা

শেষ বিকেলের আগন্তুক

আসছে নতুন দিন, নতুনভাবে সাজছে প্রকৃতি, ঢেঁকি লতার ডগা

ছেলেটা অনেক দুরন্ত হয়ে গেছে এই প্রকৃতিতে এসে। আমাকে ছেড়ে একা একাই চলে গেছে অনেক দুরে। আমি খুশী।

কলই ক্ষেতে সে কি দুরন্তপনা

অনুসরণ এবং অনুকরণ

সর্বশেষ এডিট : ০৩ রা মার্চ, ২০১৫ রাত ২:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




