এই ঘটনাটি গত কালের ...
"গত তিন দিন যাবত আমি বাসায় একা, সবাই আমাদের গ্রামের বাড়ী গেছে।
আমার রান্না করে খাওয়ার অভ্যাস নাই,তাই আমার এক বন্ধুর বাড়ীতে খাওয়ার ব্যাবস্থা করি। কিন্তু আমি যখন রাতে তাদের বাসায় খেতে যাই দেখি তাদের বাড়ীতে তালা মারা । অনেক রাগ হলো বন্ধুর উপর। তাই রাতে আর খাওয়া হলোনা।রাতে না খেয়েই ঘুমাইয়া পড়ি।পরের দিন সকালে আবার গেলাম তাও বাসায় তালা মারা।এবার আরো বেশি রাগ হলো ।তাই আর হোটেলে গিয়ে আর খেলাম না, বাসায় গিয়ে আবার খুমাইয়া পড়ি।ঘুম ভাঙ্গে যখন তখন প্রায় সন্ধে হয়ে গেছে। আমি এখন না খাওয়া কি করবো ভাবছি ।
অবশেষে রান্না করে খাওয়ার সিন্ধান্ত নিলাম।
আমার রান্না করা শেষ হয় রাত ১০টায়।
এই সময় বিদ্যুত চলে যায়। কপাল খারাপ হলে এমনই হয়।
আমি দোকানে যাই মোম বাত্তি কিনতে-
যাওয়ার সময় আমার এক বন্ধুর সাথে দেখা তাকে আমার অবস্থার কথা বলি,সে অনেক আফসোছ করে.।
অবশেষে মোম কিনে বাসায় যাই -
খাইতে বসবো এমন সময় আমার গেটে কে যেন টোকা দেয়!!!
আমি খাওয়া বাদ দিয়ে গেট খুললাম দেখি এক বৃদ্ধ মহিলা তার দুটো চোখই অন্ধ।সে হাও মাও করে কাদছে আর বলছে আমি আজ তিন দিন ধরে না খাওয়া।বাবা আমাকে খেতে দেন। আমি কি করবো ভাবছি-
আমিও তো প্রায় দুইদিন ধরে না খাওয়া ।আমার পেটেও অনেক খুধা
আমি তখন মহিলা কে বললাম আসেন -
তাকে বারান্দায় বসিয়ে আমি যা রান্না করেছি সব এনে দিলাম।
সে খেলো এবং অনেক দোয়া করলো।আমি তাকে বললাম দোয়া করতে হবে না ,আপনার পেট ভরেছে কি না সেটা বলেন??
আর আপনি এই অন্ধকারে কি ভাবে এলেন?
আমার কাছে অনেক আজব লাগছে এই মহিলা কি ভাবে এল?
মহিলাকে খাওয়ানোর পর আমার মধ্য কেমন জানি এক রকম ভালো লাগা কাজ করছিলো।
আর মনে হচ্ছিল আমি একা না আমার মত অনেক মানুষ না খাওয়া থাকে।
মহিলাকে আমি বিদায় দিয়ে বাসায় যাই। আমি স্পষ্ট অনুভব করছি আমার আর খুধা নাই।
আমি আবার চুলায় ভাত বসিয়ে দিলাম-
অবশেষে রাত ১২টার দিকে ভাত খেলাম, অনেক তৃপ্তি নিয়ে।
আজো আমার কাছে রহস্য মনে হয় মহিলাকে নিয়ে যার দুটো চোখ নাই
বয়সের ভারে কুজো হয়ে যাওয়া এক মহিলা কি ভাবে এই অন্ধকারে আমার বাসায় আসলো??

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




