আমার বন্ধু অনির্বানকে নিশ্চয় আপনাদের মনে আছে,ওইযে ছেলেটি যে তার পড়াশোনা কেরিয়ার জলাঞ্জলি দিয়ে মানুষের মুক্তির জন্য গ্রামে-গঞ্জে হারিয়ে গেলো। আর ফিরে এলো না , আজ তার কথা বলবো না, আজ বোলব “শতরুপার” কথা!!
তোকে নিয়ে ঘর বাধবার স্বপ্ন আমার অন্তহীন রাত্রী দিন,
তবু বাঁধ সাধে আরেক আশা ফুটপাতে যাদের বাসা-
আগে তাদের জন্য একটা ঘর বানাই।
তার পরে তোর সিঁথীতে তারার সিঁদূর রাংগীয়ে দিতে করবো ঋন।।
তোকে নিয়ে ঘর বাধাবার স্বপ্ন আমার অন্তহীন রাত্রী দিন-
তোর দু-চোঁখ দেখে আমায়, আমার দু-চোঁখ দেখে আকাশ-
সে আকাশে কালো করে মানুষের শ্বাস।
জানি তোর আমি অপরাধী, তুই বাদী তুই বিবাদী-
তুই স্বিধধি শক্তি অপরিসীম।।
কিন্তু যারা গঞ্জে গায়ে বঞ্চনার উজান বায়ে-
আগে তাদের জন্য যৌথ খামার বানাই।
তার পরে তোর সিঁথীতে তারার সিঁদূর রাংগীয়ে দিতে করবো ঋন।।
তোকে নিয়ে ঘর বাধাবার স্বপ্ন আমার অন্তহীন রাত্রী দিন-
ফেলে আশা দিনের স্মৃতি আমার বুকে বাড়ায় ক্ষত,
দু-হাত তুলে আকাশ পানে শুধুই মহাকাল আর কত।
হয়ত ফেরা যায় ঘরে, পিঠ দেখানো রাস্তা ধরে-
কিন্তু মুখ দেখাবো কি করে তোকে।
আজো মানুষ এ ভূখণ্ডে বাদছে বোবা দ্বিধা-দ্বন্দে।
আগে তাদের মুক্তির ভাষা সেখাই-
তার পরে তোর সিঁথীতে তারার সিঁদূর রাংগীয়ে দিতে করবো ঋন।।
তোকে নিয়ে ঘর বাধাবার স্বপ্ন আমার অন্তহীন রাত্রী দিন।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০১২ দুপুর ১২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




