আবাসিক হোটেলের পাশে পড়ে থাকা কনডম তোমাকে স্বাগত জানায় জ্যামের শহরে
তুমি কাদামাটি পেরিয়ে দীর্ঘশ্বাস ও জ্বরে পুড়ে আমাদের জন্য এনেছো
ঘাসফড়িঙ ও দোয়েলের ছানা।
রাগী গুঁইসাপের চামড়া শুকিয়ে যে ব্যাগ বানিয়েছো
তাতে পুরে দিলাম চলনম রাবারের সাপ ও পোষা কুনোব্যাঙ
সাথে অর্থসচিবের সাইন করা কয়েকটা জ্যান্ত নোট
তুমি ফেরত যাচ্ছো গ্রামে :
অ্যাম্বুলেন্স ও লোডশেডিংয়ের ভূতুড়ে বিউগলে বিড়বিড় করে জপছো_
অবিশ্বাস ও আত্মহননের পাঠ
[রুদ্র আরিফ । 2006]
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



