
আমাকে হত্যা করলে আমি অরুণিমার কাছে পৌঁছে যাব—
অরুণিমার সাথে আমার মরণোত্তর দশ লক্ষ প্রেম;
আমি শুধু অরুণিমাকেই ভালোবাসি।
প্রকৃত অর্থে মৃত-অরুণিমা বলে কারও অস্তিত্ব তো নেই—
অরুণিমা মানেই তো জীবন আর মানবিক সত্ত্বার বিকাশ;
আর মৃত্যু বলতে সেতো মৃত্যুরই মরণ ঘটবে...
ফটো:Salvador Dali,Metamorphosis of Narcissus
সর্বশেষ এডিট : ০৪ ঠা জুন, ২০১৬ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



