হঠাৎ করেই লিখলাম গত কয়েকদিনের শোনা ও দেখা পরিস্থিতিতে যা মনে আসল তাই। লেখার পরে নিজেই পেরেশান কি যে লিখলাম অর্থহীন নাকি অর্থবোধক...... বুজলাম না?
সাধারন জনগন, জানিনা তেমন কিছু, লোকমুখে শুনি বেদায়াতি নারী।
চুপ করে শুনি, আড়ালে সব ই বুঝি।
ভালবাসি মা কে
ভালবাসি বোন কে
ভালবাসি প্রেমিকাকে
ভালবাসি বোউকে
সম্মান জানাই সেই গর্ভ
যা থেকে আমার জন্ম
তবু বল নারী বেদায়াতী লোলুপ তার নাগীনির বিষ।
বেশ্যা এই শোষিত সমাজ
বেশাতি যাদের টাকার খোরাক
আদম সন্তান
ক্ষুধা, তুর পর্বতরে সোনা
মা খাবি, বোন খাবি
বোউ খাবি, প্রেমিকা খাবি
খাবি জাতির ইশ্বর।
সাধারন জনগন, চুপ করে শুনি, আড়ালে সব ই বুঝি।
টানাটানি হত যমে আর মানুষে
আজকে টানে মানুষে মানুষে
যমের এখন ছুটি
মানুষের মুখে রুটি।
এমনি করেই দিন কেটে যায় মাসের পরে বছর
ছাগল নাচে খুটির জোড়ে, খুটির নাইতো খবর
খুটির পিছে ছুটছে সবাই, টাকার খবর কৈ
ডলার নিয়ে ছুটছি দেখো, পাইছি বড় মই।
মইয়ের পড়ে মই এসে যায়
টাকার বদলে ডলার
লাফের পরে ঝাপ দিয়ে যায় কার কি অছে বলার
সাধারন জনগন,
সবকিছুই শুনছি দেখো, দেখছি দুচোখ ভরে
গাইছিনা শুধু গানটি আমার সোনার বাংলা বলে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



