মনে গোপনে থাকে প্রেম, যায়না দেখা
কুসুম দেয় তাই দেবতায়
দাড়ায়ে থাকি দ্বারে, চাহিয়া দেখি তারে
কি ব'লে আপনারে দেব তায় ?
তাই লুকায়ে থাকি সদা পাছে সে দেখে
ভালোবাসিতে মরি শরমে
রুঠিয়া মনোদ্বার প্রেমের কারাগার
রচেছি আপনার মরমে ।।
যত গোপনে ভালোবাসি পরান ভরি
পরান ভরি ওঠে শোভাতে।
যেমন কালো মেঘে অরুণ-আলো লেগে
মাধুরী ওঠে জেগে প্রভাতে।।
------------------------------------------
রবীন্দ্রনাথ ঠাকুর
১৩ জ্যৈষ্ঠ, ১২৯৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




