জানি- তোমরা ভালবাসার কাঙ্গাল
জানি- আজো অজস্র লাল গোলাপ ফোঁটে তোমাদের ভালবাসার স্বর্গে
জানি- ভালবাসতে বাসতে তোমাদের কেউ কেউ পঁচে যাও হিমাগারে, মর্গে
জানি- তোমরা ভালবাসতে ভালবাস
জানি- ভালবাসতে বাসতে তোমরা হেলায় অবলীলায় ঝুলে যাও গাছের ডালে
জানি- ভালবাসার টানে তোমরা এখন রাত জাগা পাখি হয়ে ভাসো ইতারের তারে
জানি- ভালবাসতে বাসতে তোমরা গিয়ে দাঁড়াও নিঃস্ব হওয়ার দৌড়ে
জানি- তোমরা ভালবাসতে ভালবাস
জানি- ভালবাসা চাও, ভালবাসা দিতে
জানি- ভালবাসতে চাও, পেয়ে হারাতে
জানি- ভালবাসতে বাসতে তোমরা শেকল পরাও ভালবাসার পায়ে
জানি- তোমরা ভালবাসতে ভালবাস
তোমরা প্রেমিক- তোমরা প্রেমিকা
জানি- তোমাদের ভয় নেই
জানি- তোমরা ভালবাসতে ভালবাস।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




