
নীরব প্রতিবাদ
নেই যুদ্ধবিগ্রহ তবু চলে যে গোলাগুলি
সীমান্তবাসিদের এভাবেই যায় দিনগুলি।
অভাগা দেশবাসির জীবনের নেই দাম
ত্রিশলক্ষের রক্তে কোন স্বাধীনতা আনলাম।
সীমান্তে গোলাগুলিতে মাটি উঠে কেঁপে
ধরেছে বিএসএফ বাঙালির টুঁটি চেপে।
সীমান্তজুড়ে বিএসএফের দানবীয় উল্লাস
আনন্দ ফুর্তি করে সীমান্তে ফেলে লাশ।
দেখি কাঁটাতারে ঝুলে কিশোরী ফেলানির লাশ
নির্মমতায় বর্বরতায় বন্ধ হয়ে যায় নিঃশ্বাস।
কখনো কৃষক মরে মাঠে ধান কাটতে যেয়ে
কখনো মানুষ মারে এপার থেকে তুলে নিয়ে।
এভাবে সীমান্তে কত জীবন গেছে হারিয়ে
হারানোর স্মৃতি স্বজনদের ব্যাথা দেয় বাড়িয়ে।
তাদের সাহায্যে কেউ আসেনি কখনো এগিয়ে
দূর থেকে অসহায় দৃষ্টিতে ছিলাম তাকিয়ে।
সময় হয়েছে এখন, এবার আমাদের পালা
প্রতিবাদে প্রতিরোধে মিটাবো মনের জ্বালা।
গুলি না, বন্দুকও না, করে উঠুন গর্জন
আজ থেকে করলাম ভারতীয় পণ্য বর্জন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


