ডিসকভারি চ্যানেল এ "ডিস্ট্রয়েড ইন সেকেন্ডস" একবার দেখেছিলাম, চীনের ৮ বছর আগের একটা ২ তলা ফ্লাইওভার এ আগুন লাগছে !! কার্বন ফাইবার এ তৈরি। প্রতিদিনের মত হাজার হাজার যানবাহন চলছিল সেইদিনও। ১ মিনিট ধরে আগুন ছিল, ফ্লাইওভার টা ধিরে ধিরে আসতে করে কাপরের মত নিচে পরে গেল। কিন্তু অবাক করা ব্যাপার হল, "এতে কেউ নিহত হন নি, ২ জন মাত্র আহত হয়েছিলেন" আর আমাদের দেশে ফ্লাইওভার তৈরি না হতেই ৫০-৬০ জন মানুষ ওই ফ্লাইওভারের নিচে চাপা পড়ে মারা যায় !!!!
হায় রে দেশ, এটা নাকি আবার কোন আম্লিগ এর এক নেতার ঠিকাদারি প্রতিষ্ঠান করতেছিল, এর আগেও নাকি একবার এখানে একজন আহত হয়েছিলেন। আর কত খাবি সোনার ছেলেরা আমার???? সব ই তো খাইছস। আগে খাইতি একজন দুইজন কইরা, আর এখন ৪০-৫০ জন খাচ্ছিস ???? আরে খাবি যখন, তখন নিজের পরিবারের মানুষকেই খা না ভাই???? নিজের বাড়ি টা তো খুব মাঞ্জা মাইরা বানাইছস তাই না????? পারবি নিজের বাড়ি বানাইতে দুর্নীতি করতে????? পারবি না রে পাগল পারবি না। ভাইরে এইডা তো তোদেরই দেশ, তাইলে নিজেরা মারামারি, কামরা-কামড়ি, কাটাকাটি কর??? এর মধ্যে কেন আমাদের মত সাধারন মানুষ কে টেনে আনিস???? আমাদের একটু শান্তি দে না বাবারা???? সাধারন মানুষদের আর মারিস না

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




