আকাশভরা মেঘ,স্বপ্নবতী রাজহাস
কাশফুলের মত সাদা সাদা মেঘ,
সুরমা রং এর মেঘ,যারপাশে সাপের মত
হিসহিসিয়ে উঠছে থেকে থেকে বিদ্যুৎ,
মেঘবালিকারা সূ্র্য আর চাদকে ঢেকে রেখেছে
আপন মহিমায়।ফুলফুলে উঠছে ঢাকঢাক
গুড়গুড়।কান্নার জল গড়িয়ে পড়বে,ধরে
রাখতে চাচ্ছে প্রানপন,যাতে ঝরে না পড়ে।।
সর্বশেষ এডিট : ১৫ ই নভেম্বর, ২০০৯ সকাল ৮:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




