সেদিন বৃষ্টিতে দেখি-
এক বেদেনী চলেছে
মাথায় হাতের তালুর বর্ষাতি
ঝির-ঝির হাওয়ার কম্পন তুলে
দুলিয়ে তার ভ্রুক্ষেপহীন বাঁশরি শরীর
লেপটে যাওয়া শাড়িতে অবাধ্য গতি
যেন এক মেদহীন ফণা তোলা মসৃণ সরীসৃপ
খেলা করে শরীরের প্রতি ভাঁজে-ভাঁজে
আমি ওঝার তুতুরি খুঁজতে গিয়ে প্রজ্বলিত হৃদয়
হারিয়ে গেল সে দূর পথের বাঁকে
দৃষ্টির বাহিরে
আমাকে বিপর্যস্ত করে রেখে ?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




