ঘাস রং প্রেমিক তুমি
যাকে তুমি অজস্র বার বোঝাতে চাও,
তুমি অতুলনীয় ভাবে ভালোবাস আমাকে
যে কারনে গলায় ফাঁস লাগিয়ে বল
কেমন ব্যথা সহ্য করতে পারো ?
আগুনে পুড়িয়ে দাও মস্তিষ্ক
আগুনে পোড়াও যৌবন
যেন অন্য কেউ তোমার শরীরকে
ভালোবাসতে না পারে
বুঝেছি ঘাস রং পুরুষ তোমার নিষ্ঠুরতা কত বন্য !
ঘাস রং জীবনে ফোটাতে পারিনি
গোলাপী ফুল
উত্তর দক্ষিণ পূর্ব আর পশ্চিমে
ছুটেছি রূপসী নগরীতে
নিজের ঈর্ষা জলে ফেলতে
হাত না বাড়ালে মনটাকে বোঝাও যদি
ভালোবাসার জন্য নির্মোহ নির্লোভ একজন
সমুদ্র পুরুষ তুমি
পারনি হতে ঈর্ষাহীন ঘাস রং প্রেমিক হতে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



