অসীম আকাশে, নয় সমুদ্র গর্জনে;
সুউচ্চ পর্বত, নয় পাতাল গহ্বরে,
ধুঁ ধুঁ মরুভূমি, নয় গহীন কাননে;
তাওরাত, বেদ, নয় পুরাণ, যাবুরে ।
কুরআন, ত্রিপিটক, নয় রামায়নে;
গ্রন্থসাহেব, মহাভারত, গীতা 'পরে,
নয় বাইবেল কিংবা শ্রীকৃষ্ণকীর্তনে;
জগদীশ্বর থাকেন মনুষ্য অন্তরে ।
মসজিদে, সিনামোমে নয় প্যাগোডায়;
গীর্জায়, মন্দিরে নয় গুরুদুয়ারায়;
বৈরাগ্য সাধনে, নয় নামায-রোযায়
রাত্রি উপবাসে, নয় পুজা-অর্চনায়;
তাঁরে যদি পেতে চাও শুদ্ধ করো মন,
নিজের মাঝেই করো তাঁর অন্বেষণ (!)
২৮ অাষাঢ় ১৪২২ বঙ্গাব্দ
ময়মনসিংহ ।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৭ দুপুর ২:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



