
ওহে অবোধ মেয়ে,
কার সাথে ঘুরছো এই অসময়ে।
নামছে সন্ধ্যা, চারিদিক অন্ধকার;
নিস্তব্ধ প্রশান্ত জগৎ সংসার।
কোথাও কেউ নেই, এহেন পথের ধারে
আলিঙ্গন করছো নীরবে কারে!
চুম্বনে ভরিয়ে তুলছে অধর,
শিহরণে তুমি কাঁপছো থরথর।
উন্মুক্ত করে গায়ের আচ্ছাদন,
কার সাথে ঝোঁপঝাড়ে করছো শয়ন!
সাজিয়েছো কুঞ্জ বৃন্দাবনে,
পুষ্পশয্যা হবে হেথা গোপনে!
দুদিনের পরিচয়ে
দেহ বিনিময়,
কীভাবে সম্ভব আহা!
দুনিয়া বিস্ময়।
যারে তুমি দানিলে
অমূল্য এ ধন,
ক্ষণপরে সে তোমায়
করবে কি স্বরণ!
ক্ষণিকের আবেদনে
কোরনারে ভুল,
মালা গাঁথা যায় কি গো
বাসি হলে ফুল!
৮ চৈত্র ১৪২০ বঙ্গাব্দ
সেনবাড়ি রোড, ময়মনসিংহ ।
সর্বশেষ এডিট : ০৭ ই আগস্ট, ২০১৭ বিকাল ৫:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




