
পূর্ব হইতে পশ্চিম, দক্ষিণ, উত্তর
হাঁটিতেছি একটানা রাস্তা বরাবর।
এই ছিল রৌদ্র; এই নামিল বাদল।
কিছুক্ষণ থামিলাম, ফের চলাচল।
চলিতে চলিতে পথ আর কি ফুরায়!
আমি তো জানি না অদ্য গন্তব্য কোথায়?
পকেটটা শূন্য, কণ্ঠে তৃষ্ণা, পেটে ক্ষুধা;
কাহাকে বলিব, ওহে, দাও মোরে সুধা।
মিটাই আমি আজন্ম রিক্ততার খেদ,
রাজ্যের ক্লান্তি সকল করিব উচ্ছেদ।
এত এত লোকজন আছে চারপাশে,
এত যে দালানকোঠা; তবু কাজে আসে?
কোথাও তো কেহ নাই। শূন্য মনে হয়
সব, বুঝিয়াছি কেহ কাহারও নয়।
১৬ জ্যৈষ্ঠ ১৪২৯ বঙ্গাব্দ
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



