ব্যবহার করা হয় নাই অদ্যাবধি,
তবুও আমি জমতে দিই নাই ঘাস;
সযত্নে রেখেছি আমার লাঙলখানা
একদা তোমার জমিনে করব চাষ।
ফুলে ফুলে ভরে উঠবে সেই জমিন
আমার নিপুণ হাতের পরশ পেয়ে,
তারপর একদিন ফসলে ফসলে
জানি আমাদের চারপাশ যাবে ছেয়ে।
যদি আগাছায় ভরে যায় মাঠ-ঘাট,
ভয় নেই প্রিয়া নিড়ানি রয়েছে হাতে;
আমি সোমত্ত কৃষক। সবকিছু জানি।
শিখেছি। তোমায় ভুগতে না হয় যাতে।
সোনার ফসল ঘরে তুলব। নিশ্চয়
তোমার অমত থাকবে না প্রচেষ্টাতে?
১২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ
মালিবাগ, ঢাকা।
ছবিঃ গুগল