গতমাসে তথ্যমন্ত্রী হাসান মাহমুদ বিএনপির নারী নেত্রীদের নিয়ে আপত্তিকর কথাবার্তা বলেছিলেন। সেসব নিয়ে মিডিয়ায় হৈচৈ হয়েছিল খুব। বিএনপির পক্ষ থেকে ঝাড়ু মিছিলও বের হয়েছিল। বক্তব্যটা যে শিষ্টাচারবহির্ভুত ছিল, তা বলার অপেক্ষা রাখে না। নারীদের প্রতি এমন বক্তব্য শোভনীয় নয়।
আমরা একসময় সংসদে এ ধরনের ভাষার চর্চা দেখতাম। পাপিয়া না কে যেন এক নেত্রী এ ধরনের বক্তব্য দিতেন। আরও এক-দু’জন ছিলেন। যাহোক, সংসদের সে যুগ হয়েছে বাসি, যে যুগে পুরুষ দাস ছিল না ক’, নারীরা আছিল দাসী!। তবে মাঠে-ঘাটে-বাটে নারীদের প্রতি এমন ঘৃণ্য আচরণ কমেনি। কোনো এক রেলস্টেশনে এক মেয়ের পোশাক দেখে পুরুষেরা তো বটেই, এক নারীও ক্ষেপে গিয়ে মারধর করেছিল। সে ঘটনায় মামলা হয়েছিল। নারী জেলও খাটে, কিন্তু তার অনুশোচনা হয়নি।
ইদানীং পুরুষদের পাশাপাশি অনেক নারীকেও দেখি বেগম রোকেয়ার প্রতি ক্ষোভ ঝাড়তে। উনি কেন নারীদের বাইরে এনেছেন? যেসব মেয়ে পড়ালেখায় অনাগ্রহী, তাদের কথা বাদ। অনেক পড়ালেখা জানা নারীও দেখি নারীদের পড়ালেখা-চাকরির বিপক্ষে।
যাহোক, ব্লগে একটা লেখায় চোখ আটকে গেল। লেখাটার একটা লাইনে দৃষ্টি নিবদ্ধ হলো - আমি মন্তব্য করলাম, এটা কোন ধরনের ভাষা? তথ্যমন্ত্রীর কিছুদিন আগের একটা বক্তব্য নিয়ে খুব হৈচৈ হলো। একটা সময় সংসদে এরকম ভাষার চর্চা হতো। ব্লগেও চলে এসেছে।
পোস্টদাতা মহাশয় উত্তর করলেন, এটা মজাদার রুপক ভাষা, যারা হাসিনার ফ্যান তাদের এগুলো ভালো লাগবে না, ব্রিজের উপর থেকে টুস করে ফেলে দেয়ার ভাষা তাদের পছন্দ হবে।
পোস্টদাতা মনে হয় শ্লীলতা আর অশ্লীলতা বলে কিছু আছে জানেন না। পাপিয়ার ভাষা নিশ্চয়ই মজাদার রূপক ভাষা ছিল না? যদি তাই হতো, তথ্যমন্ত্রীর ওই বক্তব্য নিয়ে অত হৈচৈ হতো না। পাপিয়া আর তথ্যমন্ত্রীর ভাষা অশ্লীল তো বটেই, সংযুক্ত ছবির ভাষাও তারচেয়ে কম না
যদিও শ্লীল-অশ্লীল ব্যাপারটা আপেক্ষিক। তাও আমাদের কিছু বিধিনিষেধ মেনে চলতে হয়। গরিবের দুয়ারে হাতির পাড়া; এরকম একটা বাগধারা আছে বাংলায়। যারা চিকনচাকন তাদেরকে উদ্দেশ্য করে এ কথা বললে কোনো সমস্যা নেই। সে কিছু মনে করবে না। কিন্তু একই কথা একজন মোটাসোটা ব্যক্তিকে বললে কেমন দেখায়? সে কি মেনে নেবে এটা অর্থ ভিন্ন কিছু?
যাহোক, দেখলাম পোস্টটা নির্বাচিত পাতায় এসেছে। কোনো নারীকেও এ নিয়ে কিছু বলতে দেখলাম না। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হতে পারে, আলোচনা-সমালোচনাও হতে পারে; তাই বলে আমরা নারীদের নিয়ে শিষ্টাচারবহির্ভূত মন্তব্য করতে পারি না। কে কাকে বোঝাবে? রাজনীতির সবক দিতে নিতে গিয়ে মানুষ শিষ্টাচার ভুলে গেছে।