একটা স্বপ্ন ভাবায় আমায় সারাটা দিন শেষে,
একটা স্বপ্ন কাদাঁয় আমায় গভীর ভালোবেসে।
একটা স্বপ্ন, স্বপ্নে বিভোর মধ্যরাতের তারায়,
চোখটা বুজে, ঘুমের ঘোরে সামনে এসে দাড়ায়...
হাতটা ধরে আমায় নিয়ে ঘুম পরীদের দেশে,
স্বপ্ন দেখায় ছোট্ট কিছু, আলতো করে হেসে,
সারাটা ক্ষন শুধুই খেলা, আর হারিয়ে যাওয়া,
একটা স্বপ্ন, তবুও যেন হঠাৎ করে পাওয়া।
নাম না জানা একটা স্বপ্ন, আমার ভালোবাসা,
অন্ধকারের ঘোরের মাঝে একটুখানি আশা,
সারাটাক্ষন কেবলি তার একটু ঘুমের খোঁজ,
সকাল বিকেল সাঁঝ প্রভাতে খুঁজেই চলে রোজ,
বলি আমি, কেন তোমার শুধু্ই খুঁজে চলা?
অবাক হয়ে স্বপ্নগুলো আমার কাছে বলা...
একটু হেসে দেয় সে জবাব, তুমিই তো সেই ছবি
অন্ধকারের ইতি টানা ভোরবেলার ওই রবি।
সেই স্বপ্ন, আমার চোখে, আজকে শুধুই আমার,
আজকে সময়, স্বপ্ন চোখে অবাস্তবে নামার,
এইতো আছি স্বপ্ন চোখে, এইতো আছি বেশ,
ছোট্ট একটা স্বপ্ন নিয়ে, সারাটা দিন শেষ
চেপে ধরে বুকের মাঝে শূন্যতাকে ঢেকে,
ইচ্ছে করে যাই হারিয়ে, কষ্টগুলো রেখে,
একটা স্বপ্ন, শুধুই স্বপ্ন, "আর না পাওয়া" শেষ,
এইতো আছি স্বপ্ন বুকে, ভালোবাসার রেশ ...
* একই সাথে :: ইচ্ছেঘুড়ি :: ব্লগে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ২৪ শে এপ্রিল, ২০০৯ সকাল ১১:১৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




