


আমার এমন হয়েছিল অনেক বার। কোন একবার শবে বরাত বা শবে মেরাজের নফল রোযা ছিলাম। সে দিন একটা কাজে এক ফ্রেন্ড তার সাথে আমাকে নিয়ে আরেক ফ্রেন্ডের বাসায় গেল। মেয়েটার নাম ছিল লিমা। তার আগে লাইব্রেরিতে গিয়েছিলাম। ওখান থেকে হেটে হেটে তাদের বাসায়। আর খুব রোদ ছিল। বাসায় যাবার পর লিমার সাথে অনেক গল্প টল্প করে বেমালুম ভুলে গিয়েছি রোজার কথা। লিমা আমাদের নাস্তা দিল, তার সাথে ঠান্ডা ট্যাং এর জুস। গরম থেকে এসে হাঁপিয়ে গিয়েছিলাম। ভুলেই গেলাম রোজার কথা! খেয়ে দেয়ে সব শেষ!
বেশ কিছুক্ষণ পর লিমাকে বিদায় দিয়ে বের হলাম। বিল্ডিং এর গেট দিয়ে বের হয়ে রাস্তায় নেমেই আমার মনে পরল আমি না রোযা ছিলাম! এক বারও মনে পরল না! আর আমি কিনা খেয়ে ফেলেছি এত কিছু! এখন তো কিছু করাও যাবে না! আয় হায়! পারলে তখন ডাক ছেড়ে কান্না করি!


আমার ফ্রেন্ড টা হাসতে হাসতে শেষ! আর আমি দাঁত কিড়মিড় করতে করতে শেষ!


এরকম আরও অনেক বার হয়েছে! ভুলে খেয়ে ফেলেছি! তবে এমন করে হয়নি কখনও। হয়ত পানি খেয়ে ফেলছি।