যে কোন বিজয় সবার কাছেই আনন্দময়। আর তা যদি হয় আমাদের স্বাধীনতার তাহলে তার তুলনা শুধু সেই। ইচ্ছে হয় ছুটে বেড়াই সারা দিন।
এখন ভাবছি পিচ্চি ছিলাম যখন কি করতাম! স্কুল ছুটি, পরীক্ষা শেষ, সব বন্ধ । কি যে মজা!
আঁকা শেষে সব থেকে সুন্দর ছবি এঁকেছে যে , সে গিফট পেত। শুধু তাই না, যারা এঁকেছে তারা সবাই পায়। আবার ছোটদের জন্য ছিল "যেমন খুশি তেমন সাঁজ"। ছোট ছেলে মেয়েরা , কেউ মুক্তিযোদ্ধা, কেউ সাদা শাড়ি পরে, কেউ কৃষক, কৃষানী, জেলে, এমনি নানারকম সাজে বাংলার মানুষকে ফুটিয়ে তোলে। বড়রা আমাদের গল্প বলতেন সেই সময়ের কথা, কিভাবে এসেছে আমাদের স্বাধীনতা।
কিন্তু এখন আর ছোট নেই। অনেক বড় হয়েছি। এখনতো আর একই ভাবে আনন্দ করা যায় না
যদি আমি এই আনন্দ ভাগ করে দেই মানুষের, দেশের সেবার জন্যে?
হতে পারে সেটা খুব সামান্য কিন্তু অর্থবহ।
সেবার মাধ্যমে বিজয়ের প্রকাশ
কমিউনিটি অ্যাকশন
সমাজসেবার মাধ্যমে আদর্শ নাগরিক (good citizen) তৈরির লক্ষ্য নিয়ে গঠিত কমিউনিটি অ্যাকশন গত ১৬ ডিসেম্বর উদযাপন করে সেবার মাধ্যমে! কমিউনিটি অ্যাকশন এর এই আহবানে সাড়া দেয় দেশ ও বিদেশের ৪২ টি প্রতিষ্ঠান!
প্রতিষ্ঠানাগুলোর লিঙ্ক পাওয়া যাবে এইখানে
দেখুন ভিডিও
কিছু ছবি
* Click This Link
এবারও ১৬ ডিসেম্বর সেবার মাধ্যমে উদযাপন করা হবে তবে কমিউনিটি অ্যাকশন এর সাথে আগের বারের মত থাকছে 1di (One Degree Initiative), সাথে যুক্ত হচ্ছে BYEI (বি ওয়াই ই আই)। তাই এবারে আয়োজন আরও অনেক বড় হবে আশা করা যাচ্ছে!
এ বিষয়ে আরও দেখতে পারেন
“আমি তোমায় ভালোবাসি” – এটার মানে কি রে ভাই?!
সর্বশেষ এডিট : ২৮ শে নভেম্বর, ২০১০ ভোর ৬:৪৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




