কাজ আছে বলেই মানুষকে মর্যাদা দেওয়া হয়। কাজ না থাকলে মানুষকে কি কখনও এতটা মর্যাদা দেওয়া হত? উত্তরটা হল, না। যে লোকের কাজ নেই পারিবার এবং সামাজ সবস্থানেই সে অপংক্তেয়। আবার কাজের উপর ভিত্তি করে আমরা মানুষের মর্যাদা কম-বেশী নির্ধারন করি।
বাংলাদেশে প্রতি 100 জন ছাত্রের মধ্যে 99.99% শিক্ষা জীবন শেষ করে একটিমাত্র লক্ষ নিয়ে, চাকরী। বাপের ভিটে-মাটি, মায়ের গয়না-গাটি বিক্রি করে হলেও একটি চাকরী চাই।
কখনও কি একবার ভেবে দেখেছেন, যেখানে চাকরী করতে যাচ্ছেন সেও একদিন ছাত্র জীবন শেষ করে শূন্য হাতে রাস্তায় নেমেছিল?
হ্যা! সেই শূণ্য হাত আজ শত হাতকে আহার যোগাতে ক্ষেত্র তৈরী করেছে। আর এর পেছনে রয়েছে ইস্পাত দৃঢ় আকাংখা, সততা, কঠিন পরিশ্রম এবং সঠিক সিদ্ধান্ত।
আপনাকে সফল করার জন্য সকল ক্ষেত্র প্রস্তুত হয়ে অপেক্ষায় আছে, কখন আপনি তা ব্যবহার করবেন?
এবার আপনি নিজেকে নিজে প্রশ্ন করুন, আপনি কি সাহসী? উত্তরটা হ্যা হলে আর মাত্র দুটো ধাপ আপনাকে অতিক্রম করতে হবে। মাত্র দুটো ধাপ।
প্রথম: নির্ধারন করুন কি করবেন? এবং দ্বিতীয় ও শেষটি হল “পাছে লোকে কিছু বলে তাতে কান না দিয়ে একাগ্রতা নিয়ে কঠোর পরিশ্রম করুন। নিশ্চিত থাকুন, যে কোন চাকুরী জিবীর চেয়ে আপনার জীবন অনেক বেশী সফল ও আনন্দের হবে। ---- ধন্যবাদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




