আমি লোকটার পাশ কাটিয়ে চলে গেলাম।আর কয়েক বার পিছন ফিরে দেখলাম লোকটার জন্য কেউ কিছু করছে নাকি।আর একবার সবাই কে জানি কি বলতে চাইলাম।কিন্তু......
কেন আমি লোকটার পাশে বসতে পারলাম না ?
কেন লোকটার মাথায় হাত বুলিয়ে দিতে পারলাম না?
কেন আমি আরক জনের সাহায্যের জন্য অপেক্ষা করছিলাম?
কেন আমি কিছু বলতে গিয়েও বলতে পারলাম না?
আমি মানুষ কে ভয় পয়েছি। মানুষের কথা কে ভয় পেয়েছি।হয়ত ভয় পেয়েছিলাম পরিচিত কোন মানুষ আমাকে দেখে ফেলবেহয়ত আরো কিছু।আর বলবে....
সাবি্বর তোমার কি দরকার ছিল মানুষটা কে সাহায্য করার,আরো অনেকেই তো ছিল সাহায্য করার জন্য।হয়ত তাদের কেউ আমাকে এই জন্য পরে বিভিন্ন কথা শুনাবে। আসলেই আমি ভয় পেয়েছি।তাই পারি নাই.......
কিন্তু আমি যে পরীক্ষা তে হেরে গিয়েছি।হেরে গিয়েছি নিজের কাছে।আমার যে বড় সৎ সাহসের অভাব।
.................................................
সাবি্বর জীবনে এই পরীক্ষা গুলো কিন্তু খুব অল্প কয়েকটাই দিতে পারবে।আশা করছি পরের বার আর কোন ভুল হবে না।পারতেই হবে যে।
যত বড় ডিগ্রী অর্জন কর,আর যত বড় ঘরের ছেলেই হওনা কেন.............................মানুষের মত মানুষ হওয়া কি এতই সহয।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ১২:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



