প্রতিদিন ব্লগে ঢুকে দেখি আপনার পোস্ট 315 থেকে 316 হল নাকি।কিন্তু তা আর 316 হয় না।29 তারিখ মিড টার্ম শেষে একটা পোস্ট দিলেন।ঐ খানে মন্তব্য দিলেন 'এখন বিদায়'....
তারপর থেকে আর কোন পোস্ট নায়।অনলাইনেও দেখি না।ফোন করলাম বলে.......এখন সংযোগ দেওয়া সম্ভব না।আমি ভাবলাম লিখা পড়া নিয়ে ব্যাস্ত
।আবার চিন্তাই পড়লাম আমার উপর মাইন্ড করল না তো।
কিছু দিন আগে খবর পেলাম স্যারের নাকি ঠান্ডা লাগেছে।কিন্তু 'এই আমার বড় আপ'ু একটা পোস্ট দিল স্যারের নাকি খুব অশুখ।ফোন করলাম,কিন্তু যোগাযোগ করতে পারিনা(খাইয়ালামু)
আজকে স্যারের সাথে ফোনে যোগাযোগ করতে পারলাম....স্যারের নাকি হলুদ রোগ হয়েছে।এবং স্যার নাকি সব কিছুই হলুদ দেখছে।পড়তে বসলেও হলুদ দেখে
।মানে জন্ডিস হয়েছে এবং তা 29 তারিখ থেকে।স্যারের নাকি ডিসেম্বরের 22 তারিখ থেকে সেমিস্টার ফাইনাল।সম্ভবত তিনি তা দিতে পারছেন না।
বেচারা স্যার.....কতদিন মিস এর হাসি দেখেনা(আম্মাআআ) ।কতদিন টিন এইটা সেইটা করতে টরতে পারে টারে না টা।কতদিন পোস্ট দিতে পারে না।একদম মাইনকার চিপাই পড়েছে
স্যার ভুল হয়ে গেল এতদিন খবর নিতে না পড়ার কারণে।আপনি হতাশ হবেন না।আশা করছি আপনি তারাতারি সুস্থ হয়ে উঠবেন এবং পরীক্ষা তে অংশগ্রহণ করতে পারবেন।দোয়া রইল।
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৭ রাত ২:০৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



