------------------------------------------
সবাই দেখি নিরামীষ(তরকারী) খাইয়া নিরামীষ মার্কা পোস্ট দিতাসেন।কোরবানীর আর আসে কয়দিন কেউ দেখি সেই দিকে খেয়াল করতাসেনা......
দেশ-বিদেশ থেইকা কোরবানীর হাটে এত গরু,উট,ছাগল আসতাসে তাদের নিয়া কিছু না লিখলে কেমনে হয়।কিছু না লিখলে তো অন্তত এইটা কইবার পড়েন---আপনি কি এইবার উট,গরু নাকি ছাগল।আর যদি তাও না বলতে চান আপনার একটা ছবি দিলেও তো হয়।
আর যদি নিজেই গরু বিক্রী করবার চান তাহলে তো একদম সোজা ব্যাপার আপনার একটা ছবি দিয়া দেন।পছন্দ হইলে কিনা নিমু।আর কেউ যদি গরুর দালালী করবার চান চামচেুমে আওয়াজ দিবার পারেন।
আর না হয় এই টা তো কইবার পাড়েন .....কোরবানী তে াাপনি কি করেন।
উলটা প্ললটা কইরেন না....উপরে দেখসেন না কেমনে বানাই য়া ঝুলাইয়া রাখসে....একদম
এইবার কন তো আপনারা কি উট,গরু নাকি ছাগল???আর কে কে দাওয়াত দিবেন তাও কন???আমরা কিন্তু.........
--------------------------
মাথা ঠান্ডা রাখার চেষ্টায়....একটু গরম মসল্লা আর কি
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



