রোজ বিকেলে একবার তুমি জুতো খুলে
আকাশরঙা শাড়িটি পরে বৈচির ঝোপ বামে রেখে
বুনোপথ ধরে .............
দিগন্তের কাছাকাছি গাছটার নীচে কৃষ্ণচূড়া কুড়োতে যাও ।
অথচ আমি সেই ধূসর পথের লালচে ধূলো
কখন যে অগোচরে তোমার মেঘের মতো সাদা পায়ে
মাকড়ের জালের মতো আলতো জড়িয়ে যাই টের পাওনা.......
হেটে হেটে সেই গাছের নীচে -----
যেখানে হঠাৎ দেখে মনে হবে
এক্ষুনি কেউ যেন ভোরের লালচে স্বপ্ন ডালে মাখতে গিয়ে
ভুল করে নীচে ফেলে দিয়েছে ।
অত:পর সেই লালচে স্বপ্নের কিছুটা তোমার আচঁলে জড়িয়ে আসে
এবং আমিই যে কখন চোরাকাঁটা হয়ে
ফুলের সাথে মিশে মিশে তোমার আঁচলে জড়িয়ে যাই টের পাওনা.........
বিকেলের কন্যাসুন্দর আলো রাত্রি হলে
আচঁলের চোরাকাঁটা খুলে ফ্যাল ..........
পায়ের ধূলোও মুছে ফ্যাল.........।
আমি আবার সেইসে বৈচির ধারে ফিরে যাই
নতুন কিছু ধূলো আর চোরাকাঁটার স্বপ্ন বুকে নিয়ে ----
প্রতীক্ষায় থাকি,
প্রতীক্ষায় থাকি অন্যকোন বিকেলে তোমার আচঁলে বিধঁব বলে...........।
সর্বশেষ এডিট : ১৫ ই এপ্রিল, ২০০৮ রাত ১২:০২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




