অনেক অভিমান নিয়ে তোমাকে খুজি
গদ্য আর পদ্যের সীমান্তবর্তী এলাকায়
এরকম কঠিন প্রকল্পে নিয়োগ পাবো
স্বপ্নেও ভাবিনি কখনো, কোনদিন।
ভালোবাসা এরকমই বন্ধুর পথ পাড়ি দিয়ে
এপার ওপার করে দিন গুজরান যেন
অথচ মন পাওয়ার আগেই অভিমানে ঝরে
গদ্য আর পদ্যের কঠিন কঠিন শব্দ-বীষ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




