তোকে বিশ্বাস করে আকাশ দিয়েছিলাম
তুই জীর্নতায়, মলিনতায় আকাশকে নষ্ট করে ফেলেছিস
তোকে বিশ্বাস করে ফুলের বাগান দিয়েছিলাম
তুই শ্বাপদ-জন্তু সেজে আমার সব ফুল মাড়িয়ে দিয়েছিস
তোকে বিশ্বাস করে আমার ঘর দিয়েছিলাম
তুই আগুনের লেলিহান শিখায় জ্বালিয়েছিস আমার সাধের ঘর
তোকে বিশ্বাস করে বিশ্বাস করেছিলাম
এখন দেখি মস্ত ভুল করেছি
তোকে আসলে বিশ্বাস করা যায় না।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




