দুঃখী পাহাড় একদিন নালিশ দিয়েছিল--
আমার কেউ নেই বলে আমাকে উচ্ছেদ করবে সবাই
আমি বল্লুম
না সোনা, তুমি এখানেই থাকবে, ঠিক এখানেই।
কিন্তু পাহাড়টা উচ্ছেদ হয়ে গেল
কর্তাব্যক্তিদের ইচ্ছের দামে পাহাড়টার ধ্বংশ হল
আমি নিজেকে কখনো ক্ষমা করতে পারিনি
দিনরাত চব্বিশ ঘন্টা পাহাড়টা দাঁড়াতে থাকলো
আমার সামনে
হাজার হাজার ধ্বনি-প্রতিধ্বনি আমার কানের ভিতরে
মিথ্যুক, তুমি মিথ্যুক, তুমি মিথ্যুক.........................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




