অনাহারী শরীর নিয়ে বেঁচে থাকে মৃত শরাফের বউ
বুকে তার আগুনের দাউ দাউ চারপাশ পুড়ায়
শাদা থানে ঢাকেনা তার শরীরের ভাঁজ
মনে তার গোপন প্রেমিক গোপনেই জ্বালায়।
সমাজ দেবেনা তাকে একবিন্দু ঠাই
অবহেলার বীষ-বাণে আক্রান্ত প্রতিটি ক্ষন
বেঁচে থাকে তবুও সে এই সমাজে
সমাজপতিদের রাঙ্গাচোখের রক্তাক্ত বারণ।
একদিন মরাদেহে চাষ হয় সজীব গোলাপ
গোলাপের লাল দেহে নীলের আঁছড়
গলায় ফাঁস নেয় শরাফের বউ
সমাজপতিরা বিলায় লোবান আতর।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




