মাতাল সময় কাটে আমার তোমাতে ডুবে
অন্ধ আমি বধির আমি তোমারই প্রেমে
চারিপাশে দেখি শুধু তোমার কালো ছায়া
মাতাল আমি তোমার প্রেমে মনে শুধু মায়া
মায়ামাখা বিকেলগুলো ধীরে ধীরে যায়
সন্ধ্যাগুলোয় বসে থাকি তোমার অপেক্ষায়
রাত্রিগুলো মেলে যখন অন্ধকারের ডানা
ঘুমের ভিতর আমি তখন স্বপ্ন দেখা মানা।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




