স্মৃতিগন্ধের তীব্রতা এত বেশী হয় যে
স্মরণাতীতকালের সীমানা ডিঙ্গিয়ে তা পরলৌকিকেও দিব্যি থাকে
যেমন ফসিল তুলে এখনো পাওয়া যায় শতাব্দীর স্মৃতিগন্ধ
ধুপকাঠির গন্ধের মত কি চমৎকার ঘ্রানের বাহার।
একবার দেখেছিলাম তোমার জল রঙের ছবিটা
ঠিক যেনো জল রঙে আঁকা, ঠিক জল রঙে...
তারপর দীর্ঘ দীর্ঘ পথ চলা, কাঁটা মাড়িয়ে কমল তোলা
জীবনকে সাজানোর বাহানায় ধ্বংশ করা এক এক করে
বিবর্ণ সময়গুলোতে কোন কোন বিস্মৃতির ফসিল উঁকি দেয় মনে...
তোমার জল রঙের ছবিটা
আমি নিশ্চিত তোমার জল রঙের ছবিটাই...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




