এতদিন পাশাপাশি থেকেও
বুঝা হলো না
কার হাতের স্পর্শে জেগে উঠে তনুমন
নিভৃতচারীর মত কে দিয়ে যায়
অফুরন্ত শান্তির বেঁচে থাকার রসদ।
হৃদপিণ্ডের কাছাকাছি ছিলে
শরীরে শরীর পিষে, মননে মনন
তবুও জানা হলোনা
কতটা আপন হলে
কতটা ভালোবাসাবাসি হলে
শব্দের উৎসমূলে না তাকিয়ে
ধরে ফেলা যায় শব্দের হাহাকার।...
অকৃতজ্ঞ হবো না,শরীরই তো শেষ নয়
তারপরেও আছে আরো আরো শরীরিক হিশাব নিকাশ
আরো আরো দেনা-পাওনা বেঁচে থাকার, বাঁচিয়ে রাখার।
পাশাপাশি বাস করেও দূরত্বের বেড়ি ডিঙ্গানো যায় না যে !!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




