‘প্রামাণ্যচিত্রে বাংলাদেশ ৪’ শিরোনামে বাংলাদেশ প্রামাণ্যচিত্র উৎসব-২০১১ অনুষ্ঠিত হবে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারি পর্যন্ত। বাংলাদেশ প্রামাণ্য চিত্র পরিষদ আয়োজিত এই উৎসবে চলচ্চিত্রকার জহির রায়হানকে আজীবন সম্মাননা দেয়া (মরণোত্তর) হবে।
বাংলাদেশ প্রামাণ্য চিত্র পরিষদ এই নিয়ে চতুর্থ বারের মতো উৎসবটির আয়োজন করছে। চারদিনব্যাপী এই উৎসবটি চলবে কেন্দ্রীয় পাবলিক লাইব্রেরির শওকত ওসমান মিলনায়তনে এবং জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে।
এ প্রসঙ্গে উৎসব পরিচালক রেশমী আহমেদ মুরাদ জানিয়েছেন, ‘২০০৫ সাল থেকে বাংলাদেশ প্রামাণ্যচিত্র পর্ষদ নিয়মিত কর্মসূচি হিসেবে প্রতি দুই বছর পর পর প্রামাণ্যচিত্র উৎসবের আয়োজন করে আসছে। এরই ধারাবাহিকতায় চতুর্থ বারের মতো এই উৎসব অনুষ্ঠিত হবে ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি থেকে ১২ ফেব্রুয়ারির পর্যন্ত।’
তিনি আরো জানিয়েছেন, ‘এই উৎসবে বাংলাদেশের নানা বিষয়ের উপর নির্মিত দেশী ও বিদেশী নির্মাতাদের বেশ কয়েকটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হবে।’
এই উপলক্ষে ৯ ডিসেম্বর বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনের মাধ্যমে উৎসবের বিস্তারিত কর্মসূচি জানানো হবে।
উল্লেখ্য, উৎসবে অংশ নেয়ার জন্য নির্মাতাদের ১৫ ডিসেম্বর থেকে ১৫ জানুয়ারি তারিখের মধ্যে এন্ট্রি ফর্ম সংগ্রহ ও প্রামাণ্যচিত্র জমা দিতে বলা হয়েছে। ৮০, আজিজ সুপার মার্কেট (৩য় তলা), শাহবাগ, ঢাকা-১০০০-এই ঠিকানা থেকে মঙ্গলবার ছাড়া প্রতিদিন সন্ধ্যা ৬-৮টার মধ্যে এন্ট্রি ফর্ম সংগ্রহ ও প্রামাণ্যচিত্র জমা দেওয়া যাবে। পাশাপাশি ওয়েবসাইট থেকেও এই ফর্ম সংগ্রহ করা যাবে। ওয়েব ঠিকানা হলো, http://www.documentarycouncilbd.org.
সূত্রঃ glitz.bdnews24.com
সর্বশেষ এডিট : ০৯ ই ডিসেম্বর, ২০১০ বিকাল ৩:০৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




