ওলামা পরিষদের হরতালে সমর্থন দিয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের পক্ষাবলম্বন করেছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম।
তিনি মঙ্গলবার সাংবাদিকদের বলেন, একাত্তরের যুদ্ধাপরাধীদের বিচার ঠেকাতেই ২৬ ডিসেম্বর হরতাল ডাকা হয়েছে। আর তাতে সমর্থন দিয়ে বিএনপি যুদ্ধাপরাধীদের রক্ষা করতে চাইছে।
"এটা এখন স্পষ্ট হয়ে গেছে, তারা (বিএনপি) যুদ্ধাপরাধীদের পক্ষে", বলেন স্থানীয় সরকারমন্ত্রী আশরাফ।
নতুন শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষার সুযোগ কমানো হয়েছে দাবি করে ২৬ ডিসেম্বর সারাদেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত সম্মিলিত ওলামা-মাশায়েখ পরিষদ।
আশরাফ বলেন, যারা যুদ্ধাপরাধীদের বিচার চায়, তারা আওয়ামী লীগ নেতৃত্বাধীন মহাজোটের সঙ্গে আছে।
শহীদ বুদ্ধিজীবী দিবসে রায়ের বাজার বধ্যভূমি স্মৃতিসৌধে ফুল দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন আশরাফ।
তিনি বলেন, জাতিকে মেধাশূন্য করতে বিজয়ের পূর্বমুহূর্তে আল বদর, রাজাকাররা এ দেশের বুদ্ধিজীবীদের হত্যা করে।
"হত্যাকারীরা এ দেশে এখনো আছে। তাদের বিচারের জন্য সরকার বদ্ধপরিকর। বিচারের কাজ চলছে", বলেন তিনি।
আশরাফ বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের বিচারের রায় হলেও অনেকে বলেছিলো রায় কার্যকর করা সম্ভব হবে না। কিন্তু তা কার্যকর হয়েছে। যুদ্ধাপরাধীদের বিচার করে তার রায়ও কার্যকর করা হবে।
সূত্রঃ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম (ঢাকা, ডিসেম্বর ১৪)
সর্বশেষ এডিট : ১৪ ই ডিসেম্বর, ২০১০ দুপুর ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




