
রেল লাইন ধরে পায়ে হেটে ঢাকার কমলাপুর স্টেশন থেকে চিটাগাং পর্যন্ত যাওয়ার পরিকল্পনার কথা অনেকেই জানেন । ইতিমধ্যেই আমরা চিটাগাং পৌছে গিয়েছি । ঢাকা থেকে চিচাগাং যেতে অনেকগুলো ছোট স্টেশন আছে যেগুলোর নাম এবং সংখ্যা অনেকেই জানেন না, আমি ও জানি না । আমি এক ষ্টেশন থেকে পরবর্তী স্টেশনের মধ্যবর্তী স্থানগুলোর ছবি দিব এবং প্রতি ষ্টেশনের জন্য একটা করে পোষ্ট । এতে করে স্টেশনের নাম এবং সংখ্যাটা ও হিসেব হয়ে যাবে ।
আমাদের হাটার ধরণঃ- সারাদিন রিলাক্স মুডে রেল লাইন ধরে হাটব, সন্ধ্যায় গাড়িতে করে বাড়িতে ফিরে আসব । এই সপ্তায় যেখানে আমার হাটা শেষ হবে আগামী সপ্তায় সেখান থেকে হাটা শুরু করবো এবং আবারো সন্ধ্যায় বাড়িতে ফিরে আসব । এভাবেই পর্যায়ক্রমে আমি চিটাগাংএর দিকে অগ্রসর হব এবং যতদিন না আমি চিটাগাং পৌছতে পারি । প্রতি সপ্তাহে হাটা আমার দ্বারা সম্ভব হচ্ছে না, তাই চিটাগাং পর্যন্ত কবে গিয়ে পৌছব এখনো জানি না, বলতে পারেন অজানা গন্তব্য
স্টেশনের অবস্থানঃ এটা কুমিল্লার সদর উপজেলার একটা রেল স্টেশন ।

(২) কুমিল্লা পার হয়ে আমরা চিটাগাং এর দিকে হাটতে থাকি.......

(৩) কলাবতী ফুল ।

(৪) রেল লাইন ঘেষেই যাদের ঠিকানা ।

(৫) রেল লাইনের পাশে কিংবা অট্টালিকার পরে সন্তানদের জন্য ভালোবাসার রূপ একটাই ।

(৬) নিত্যদিনের বাটনা বাটা ।

(৭) মহিষের মাথা, গাছে ফলন না ধরলে নাকি এটা বেধে দিলে ফলন হয়

(৮) চারিদিকে সবুজের সমারোহ, মাঝখানে বাড়ি ।

(৯) একটি গ্রামের রাস্তা ।

(১০) রেল ক্রসিংগুলোতে লাল সবুজ পতাকা নিয়া যিনি সদা ব্যস্ত ।

(১১) পরিচ্ছন্ন একটা সুনসান স্টেশন ।

(১২) স্টেশনের নাম ময়নামতি ।
আগের পর্বঃ ঢাকা টু চিটাগাং - ৩২ ( সদর রসুলপুর )
পরবর্তি পর্ব হবেঃ ঢাকা টু চিটাগাং - ৩৪ ( ময়নামতি )

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

