অনেক দিন পর ফেইসবুক এ লগইন করতে পেরে বেশ খুশি হলাম।
সরকার এর অনাহত গোড়ামির দন্দ বন্ধ হলো।
কিন্তু ফেসবুকে ঢুকতেই একটি উস্টা খাইলাম আমার একাউন্টটি এর ভিতর হেকার ভাইদের নজরে পড়ছে। তাও আবার আমেরিকান হেকার। নানা রকম প্রশ্নের উত্তর দিয়ে অবশেষে একাউন্ট উদ্ধার করলাম। কিন্তু প্রশ্ন হলো কে এই হেকার বার বার আমার ফেইসবুকে হেকিং করছেন? এবং কেন?
গত দুইমাসে এই নিয়া দুইবার এর আগে মেক্সিকো থেকে এবার আমেরিকা থেকে।
ফেইসবুক এর সিকিউরিটি কি এতই নড়বড়ে? কেননা একটি একাউন্ট হেক করতে একবারে তো আর পার্সওয়াড বাহির করা সম্ভবনা নুন্যতম ৫ - ১০ বার চেষ্টার পর হয়তো সম্ভব। বারবা ট্রাই করলে তো ফেইসবুক এর আক্কেলের টনক নড়ার কথা। যাহা আমাদের হেক হওয়া থেকে নিরাপদ রাখতে পারতো।
আমি যদি আবার হেকহই তবে দেখালমু । একবার সামনে পাইলে মজা দেখাইতাম।
হেকার হইতে বাচঁবার না পারি তবে নিজেই হেকিং শুরু কইরা দিমু তহন তো ফেইসবুক প্রোগ্রামারগো টনক নড়ব।
এইহানে ক্ষান্ত রইলাম ভাল হইয়া গেছি বইলা এহন চুপচাপ আছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।





