ইউক্রেন রাশিয়া কে যাবে ফাশিয়া
হবে কার জয়
কতো মানুষ মারিয়া সভ্যতা ফাড়িয়া
কেটে যাবে ভয়!
যুদ্ধটা কার তরে সৈন্যরা যায় লড়ে
টনে টনে বোম
আতঙ্ক চারদিক, ছোটে দিকবিদিক
নেই কারো ঘুম।
নেই দিন নেই রাত জাতে জাতে সংঘাত
কবে যাবে থেমে
মানুষে মানুষ দেখে জাতপাত দূরে রেখে
বুকে নেবে টেনে!
সর্বশেষ এডিট : ০৭ ই মার্চ, ২০২২ দুপুর ২:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



