
আমাকে সে চাকুটা ইচ্ছে করে মারেনি
সবাই যখন পিড়াপিড়ি করছিল তার উপায় ছিলনা
সে ইতস্তত ছিল, হাত কাঁপছিল আর সেই কাঁপা হাত....
আমিও মরতে চাইনি তবে মরে যেতে হয়েছিল
আত্মাটা তখনো মরেনি, ঘুরপাক খাচ্ছিল উদ্দেশ্যবিহীন
ভেবেছিল কিছুদিন যাক তারপর নাহয়....
সেটাই কাল হল। পরের দৃশ্যপটগুলো তাকে
পাগল বানিয়ে ছেড়েছে। আমাকে চালিয়ে দেয়া
ছোরাটা সে আর কোথাও খুঁজে পায়নি। যেন
কোন ছুরিই ছিলনা কোথাও কোন কালে। সেই কাঁপা
হাত অন্যের কাঁধে রেখে এমন করে ঘুরে বেড়াচ্ছে
সেইখানে ছুরির কোন অস্তিত্বই পাওয়া গেলনা।
একই দৃশ্য বার বার দেখতে দেখতে সে পাগল
হবার যোগাড়। তার আগেই আমার কাছে ফিরে এসে
বলতে চাইল সব। আমি বললাম থাক...
হয়তো কোথাও ভুল ছিল ওসব আর দেখতে যেওনা।
সর্বশেষ এডিট : ১৮ ই জুলাই, ২০২৩ সকাল ১০:৪০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


