
এলিট ক্লাবে হিরো আলম দিল যখন হানা
আসলো তেড়ে পোষা কুকুর আসলো বিড়াল ছানা।
কামড়ে দিল আচড়ে দিল করল মেয়াও, ঘেউ
বাঁচাও বাচাঁও আর্তচিৎকার আসলনাতো কেউ।
এলিট ক্লাবে মিসকিন এলে এটাই নিয়ম রীতি
গোমর ফাঁস হবার ভয়ে ছড়িয়ে দেয় ভীতি।
হিরো আলম পালায় বটে দমার পাত্র নয়
মারো ধরো যতো করো ছিনিয়ে আনবে জয়।
আনবে তুলে গোপন খবর দেখবে দুদিন পরে
কোথায় বসে মদের আসর বাইজি কার ঘরে।
কাদের কোলে পাপিয়ারা, ক্যাসিনো সম্রাট
খুলবে মুখোষ হিরো আলম খুলবে বল্টু নাট।
এলিট বলে কুকুর পুষে লেলিয়ে দেবে যতো
গুজিয়ে রাখো নোংরা যত প্রকাশ হবে ততো।
সর্বশেষ এডিট : ১৯ শে জুলাই, ২০২৩ দুপুর ১২:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


