খান স্যার খান
ছেড়ে দেবো গান?
খাওয়া শেষে খেতে দেবো মহেশখালির পান
যদি পায় ঘুম
ছেড়ে দেবো রুম
দক্ষিণা হাওয়া গা বুলিয়ে, দিয়ে যাবে চুম।
খান দাদা খান
খেয়ে ভুলে যান
কে দিয়েছে মাথা ফেটে, কলার ধরে টান
উপর থেকে বলছে এবার
মারার পরে, পর্ব সেবার
সময় এখন পেটে পিঠে একই সাথে দেবার।
আমাদেরও পাচ্ছে ভয়
হাওয়া ক'বে উল্টো ব'য়
ক্ষমতার হাত বদলে পিঠের চামড়া থাকার নয়
ভাবনায় আছি বেশ
ঘুরছে পরিবেশ
ভিসা নীতি ঘুম কেড়ে করল জীবন শেষ।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০২৩ বিকাল ৫:২৭