মাছ আটকায় জালে
কুমির আটকায় খালে
ষাড় আটকায় লালে
তিল আটকায় গালে।
কেউ না কেউ কোথাও আটকে যায়
দৃষ্টি আটকে গেছে বিবর্ণ হাওয়ায়।
রোজরোজ কেটে যায় সময় ব্যস্ততায়
রোদরোদ সকাল দুপুর সন্ধ্যার অস্ততায়
আটকায়না কিছু আর কিছুতে
জাত অভিজাত উঁচু আর নিচুতে
ছোটেনা কেউ আর কারো পিছুতে
আক্ষেপও নেই আর পারিনি ছুঁতে।
জাল ছিড়ে ছুটে গেছে মাছ
মরা খালে নেই কুমিরের নাচ
সিঁদুরে মেঘে অভ্যস্থতা আজ
নেই মনে লালিত আঁকুতির ভাজ।