
সূর্য ডুবছে সন্ধ্যের আকাশ
একটু পরে চাঁদ তারা জোনাকির দখলে
পাখিরা ফিরে যাবে নিড়ে সকলে
বয়ে যাবে শান্ত মৃদু শীতল বাতাস।
সূর্য ডুবছে যাচ্ছে চলে হুক তুলে
রিকশায় সওয়ারি আমার শেষ দেখা
বুকের মাঝে রাস্তা ছুঁয়েচে দিগন্ত রেখা
"ওসব মনে রাখতে নেই তায় যেও ভুলে।"
কী একটা শব্দ উপহার দিয়ে গেল চলে
আমি ভুলেও ভুলতে পারিনা আর
যদি কখনো দেখা হয়ে যায়, আবার
প্রশ্নের উত্তর দিয়ে দেব নোনা জলে।
/
বি.দ্র. গতকাল আমার কন্যাকে নিয়ে একটা ছড়া লিখেছিলাম, ড্রাফ্ট করা হয়নি, লেখার শেষ দিকে কারেন্ট চলে গেছিল পরে আর পাইনি। অপিষে ব্যাস্ত ছিলাম, পরে লিখতে গিয়ে আর হয়না, মনটা খুব খারাপ হয়েছিল। সারা রাত ক্রিকেট নিউট দেখে ভাবছিলাম কিছু একটা লিখব কিন্তু ব্লগে এ সম্পর্কিত পোষ্ট আর কমেন্ট পড়ে লেখা হলনা, শুধু শুধু তর্কটাই হবে। যাই হোক লেখাটা এখন লিখলাম এবং পোষ্ট করলাম। এখানে আমার দুএ একজন শুভাকাংখী আছেন, আমার প্রায়ই লেখা ফান করে লেখার মতো, ওনারা হিন্টস দেন আরেকটু ভাল করে লেখার জন্য, তায় ফান থেকে বের হয়ে চেষ্টা করছি একটু ভাল লেখা যায় কিনা।
সর্বশেষ এডিট : ২৮ শে সেপ্টেম্বর, ২০২৩ বিকাল ৫:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



