
তলে তলে কিছু হলে কে নেবে তার দায়
আমরা বাবু সাদাসিধে ওসবে কেউ নাই।
চৌধুরি বাড়ির ছেলে ভুইয়া বাড়ির মেয়ে
তলেতলে কীসব করে ছিঃ ছিতে যায় ছেয়ে।
তলেতলে ঘুষ চলে সবার আছে জানা
জজ ব্যারিষ্টার পুলিশও খায় কে করবে মানা।
তলে তলে তলানিতে সবার বিবেক বোধ
সুবোধ পেলে জুলুম করে নিচ্ছে প্রতিশোধ।
তলেতলে সদলবলে ভাড়গুলো কই যায়!
সেল্ফি তুলে বড়াই করে বীরের ভাব দেখায়।
দশের মেরে দেশের খেয়ে রিজার্ভে দেয় টান
তলে তলে ফুটো করে উন্নয়নের গান।
তলে তলে দিল্লি হয়ে ওয়াশিংটনে যাও
রং তামাশা করছ যতো সয়ে যাচ্ছি তাও।
তলে তলে কী করতে চাও সময় কিন্তু নাই
আমরা বাবু মওকা পেলে হাড় চিবিয়ে খাই।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৩ সকাল ৯:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




