
চোরে বলে বাড়ছে চুরি টিকে থাকা দায়
অফিসারের বাড়ছে ভুড়ি স্পিড মানি চায়।
মজুতদারের পাচ্ছে কান্না আগুণ বাজারে
মোল্লা ঠুকে কপাল ফাটায় বাবার মাঝারে।
ডাক্তার বলে টেষ্ট রিপোর্ট আসুক আগে তবে
রোগী বলে কী দরকার অষুধ দিলেই হবে।
মেয়র বলে বৃষ্টি হলে রাস্তা হবে খাল
কিছুই আর করার নাই কথায় একটু ঝাল।
নেতা বলে সব সমাধান হবে ভোটের পরে
কথা দিন ব্যালটে সিল দেবেন বাকশো ভরে।
আশায় আশায় যাচ্ছে দিন মাসের শেষ দিকে
ধার কর্যে পরছে টান নয়তো জীবন ফিকে।
সর্বশেষ এডিট : ০৮ ই অক্টোবর, ২০২৩ দুপুর ১২:৪৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




