
না খাওয়ার রেসিপিটা ভেরি মাচ ইজি
খাওয়ার সময় থাকতে হবে টু মাচ বিজি
খিদে লেগে মরে যাবে বেচে যাবে মানি
ঠিক তখনি এক ঢোক গিলে নেবেন পানি।
সাত সকালে ভাংলে ঘুম লেইট করে উঠুন
নাওয়া খাওয়ার সময় নেই ভোঁ দৌড় ছুটুন
চাকরী কিংবা ব্যাবসা, মনটা বাড়ান কাজে
এক চক্কর ঘুমিয়ে নিন লাঞ্চ আওয়ার ভাজে।
সকাল গেল দুপুর গেলে বিকেলটাও যাক
সন্ধ্যে হলে বাজার যাবার দারুণ হাকডাক
বাজার সেরে ফিরলে ঘরে তেজ দেখান ভারি
বাড়তি দামের হিসেব করে সরকারে দিন ঝারি।
না খেয়ে ঘুমিয়ে পড়ুন, খাবনা আজ বলে
খেয়াল রাখুন গ্যাষ্ট্রিক যেন, না আসে আবার চলে
অষুধটাও পাশে রাখুন খাবার কী দরকার
না খাওয়ার রেসিপিটা কবে দেবে সরকার!
সর্বশেষ এডিট : ০৪ ঠা নভেম্বর, ২০২৩ দুপুর ২:১৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




