আমি বললাম সবুজ তুমি বললে লাল
লাল সবুজে যাচ্ছে কেটে দারুণ সমকাল
আমি দেখলাম মেঘ তুমি দেখলে ঝড়
ঝড় তুফানে লন্ডভন্ড ছোট্ট নীড় ঘর।
আমি বললাম মিছিল তুমি দিলে সাড়া
স্লোগানে স্লোগানে মুখরিত ন্যায্য মজুরি পাড়া
বিকট শব্দ সাউন্ড গ্রেনেড বিক্ষিপ্ত জনতা
টিয়ারশেল বুলেটে ফের নীতি দূষণ ক্ষমতা।
বিদ্ধ পাখি রক্ত জমাট আমি বললাম লাল
তুমি বললে সবুজ, দেখে নিও কাল সকাল।
সর্বশেষ এডিট : ১৩ ই নভেম্বর, ২০২৩ দুপুর ২:৩০