
ভাবতে গেলে পাইনা তল অতলে দাও ধরা
ভেবেছি নাও ভাসাবো, শুকনো নদী জলের খরা
তুলে পাল ভাবনারা মাতাল কেবল ছুটোছুটি
ইচ্ছেরা নয়তো লাগামহীন কেবল এক মুঠি।
কী এক মধুর বেদনা আচ্ছন্ন করে রাখে আমায়
অনর্থ কল্পনা কেবলই ভেবে যাই, ভেবে যাই।
হাত বাড়ালে এইতো কাছে মন বাড়ালে যুগান্তর
বিমূর্তে বসন্তের সুর মূর্ততায় মোহাচ্ছন্নতায় রূপান্তর
অধরা দেয়না ধরা তবুও তারে ধরতে চায় মন
নাতিশিতোষ্ণ এক অনুভূতি ছেয়ে যায় যখন তখন।
কী এক মধুর বেদনা আচ্ছন্ন করে রাখে আমায়
অনর্থ কল্পনা কেবলই ভেবে যাই, ভেবে যাই।
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৩ দুপুর ১২:৫০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




