ক্ষমা একটা মহৎ গুণ ক্ষমা কর যদি
ইয়াবা ছেড়ে আতর বেচবে টেকনাফের বদি।
ক্ষমা পেলে খেলা হবে খেলবে উসমান
ছাদের কোণে কালো কাক গেয়ে যাবে গান।
সাড়ে হাজার উপদেষ্টারা ক্ষমা যদি পায়
লুটবেনা আর দেশের টাকা কথা দিল তায়।
দুই বোনে বাঁচবে উকুন ক্ষমা পাবার পরে
বাহাত্তরের ক্ষমা এখন চব্বিশের ঘরে।
ক্ষমা পেয়ে আসবে ফিরে হেলিকপ্টার
দুই ক্ষমাকে পুতে শেষ, হবে চ্যাপ্টার।